Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে আসলামপুর ইউনিয়ন

 ভূমিকা:

ভোলা জেলার চরফ্যাসন উপজেলাধীন আসলামপুর ইউনিয়ন পরিষদ  চরফ্যাসন উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ। এটি চরফ্যাশনের দ্বিতীয় বৃহত্তম ইউনিয়ন।শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়ন এক অনন্য দৃষ্টান্ত বহন।ঢাকা থেকে ইছ্ছে হলে আপনি “দু”ভাবে এই ইউনিয়নে প্রবেশ করতে পারেন লঞ্চ যোগে কিংবা জেলা শহর ভোলা থেকে বাস যোগে।

                                                  

এই ইউনিয়নের প্রশাসনিক কেন্দ্র ইউনিয়ন পরিষদ ভবনটি চরফ্যাশন উপজেলা থেকে প্রায় ৮কি:মিটার দূরে অবস্থিত। এখানে সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কিন্ডার গার্টেন এবং মসজিদ, মন্দির, খেলার মাঠ,  সরকারী-বেসরকারী অফিস রয়েছে। সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসাবে পরিচিতি লাভ করেছে।

 

এক নজরে আছলামপুর

 

 ০১। আয়তন ৩৭.৫৯ র্বগকিলোমিটার

 ০২। মৌজা ০৫ টি

 ০৩। গ্রাম ০৫ টি

 ০৪। লোক সংখ্যা ৪০৮৪২ জন

                        (ক) পুরুষ ২৪২১২ (খ) মহিলা ১৬৬৩০

 ০৫। শিক্ষার হার ৫৬%

 ০৬। ভোটার সংখ্যা ২০২২৫

                        (ক) পুরুষ ১০২৮৯ (খ) মহিলা ৯৯৩৬ জন ।

 ০৭। মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ০৩টি

 ০৮। নিন্ম মাধমিক বিদ্যালয়ের সংখ্যা ০১টি

 ০৯। সরকারী প্রাথমিক বিদ্যালয় ২২টি

 ১১। ফাজিল মাদ্রাসার সংখ্যা ০১টি

 ১২। আলিম মাদ্রাসার সংখ্যা ০১টি

 ১৩। দাখিল মাদ্রাসার সংখ্যা ০৪টি

 ১৪। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ০১টি

 ১৫। কমিউনিটি ক্লিনিক ০৫টি

 ১৬। ইট ভাটা ০৫টি